X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সারিকা এলেন শুধু ইউটিউবে!

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৪

নাটকের দৃশ্যে সারিকা। ছবি- অপূর্ব ইউটিউবের জন্য হরহামেশাই তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক। তবে এবার এলো টেলিফিল্ম। এটির নাম ‘সেলাই দিদিমণি’।
এখানে পোশাক শ্রমিক সেলাই দিদিমণির ভূমিকায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সারিকা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ। ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

গল্প প্রসঙ্গে সারিকা বলেন, ‘বর্তমান সময়ে গার্মেন্টসে যে অস্থিরতা চলছে বা একজন নারীকে গার্মেন্টসে কাজ করতে গেলে যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, টেলিছবির গল্পে মূলত সে বিষয়টাই তুলে ধরা হয়েছে। গল্পে দারুণ একটা মেসেজ আছে।’

নাটকের প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, বহির্বিশ্বে বা দেশেও গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে যে ভুল ধারণা আছে তা তুলে ধরা হয়েছে এই নাটকে। মূলত কর্মী-মালিক যে একই পরিবার তাও দেখা যাবে এতে। আর এটি টেলিভিশন চ্যানেলের জন্য নয়, ইউটিউবের জন্য নির্মিত হয়েছে।

গতকাল ১৬ ডিসেম্বর ‘সেলাই দিদিমণি’ টেলিছবিটি ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা