X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উচাটন হয়ে আছি ‘বখাটে’র জন্য: অধরা

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ০০:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০৪

অধরা খান শুরুতেই ‘মাতাল’র পাল্লায় পড়েছিলেন ঢাকাই ছবির উঠতি মুখ অধরা খান। এই মাতালের নাম সাইমন। খানিক বাদেই দেখা পেলেন ‘নায়ক’ বাপ্পী চৌধুরীর। প্রথম দুই ছবিতে নিজেকে ভালোই সামাল দিলেন এই নবাগতা। দুটোই গত অক্টোবরের খবর।
অধরা খান সম্প্রতি জানালেন নতুন চ্যালেঞ্জর কথা। কারণ, ‘মাতাল’ আর ‘নায়ক’ পেরিয়ে এবার অধরা পড়তে যাচ্ছেন এক ‘বখাটে’র মধুর যন্ত্রণায়! শাহীন সুমনের নতুন এই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হলেন সম্প্রতি। তবে ‘বখাটে’ হিসেবে পর্দায় তিনি কাকে পাচ্ছেন- সেটি ফাঁস করছেন না এখনই। বলছেন, ‘বখাটে হিসেবে দারুণ কাউকেই পেতে যাচ্ছি। তবে পরিচালক সবুজ সংকেত না দিলে আগাম বলা ঠিক হবে না। সত্যি বলতে আমি নিজেও উচাটন হয়ে আছি বখাটের পরিচয় জানার জন্য।’
এদিকে ‘বখাটে’র পরিচয় এখনও নিশ্চিত না করলেও নির্মাতা শাহীন সুমন নিয়ে ভালোই উচ্ছ্বসিত অধরা খান। বললেন, ‘শাহীন সুমন নামটি আমার কাছে অনেক সম্মানের। তার হাত ধরেই সিনেমায় পথ চলছি। তার নতুন ছবিতে আমাকে ভেবেছেন, সেটা আমার জন্য অনেক আনন্দের একটি ব্যাপার। বখাটে হিসেবে যাকেই পাই না কেন, আমি চেষ্টা করবো পরিচালকের চাওয়া অনুযায়ী পর্দায় নিজেকে মেলে ধরতে।’
বলে রাখা দরকার, ‘মাতাল’ ছাড়াও একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাতে কাজ করেছেন অধরা খান। ছবিটি মুক্তির মিছিলে আছে। অন্যদিকে অধরার অভিষেক ছবি ‘নায়ক’ নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান। কদিন আগে একই পরিচালকের ‘ড্রিমগার্ল’ নামের একটি ছবিতেও যুক্ত হয়েছেন তিনি। ছবিটির শুটিং চলছে।  
গত অক্টোবরে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি দুটি নিয়ে বেশ স্বস্তিতে আছেন অধরা খান। তার ভাষাতেই অনুমেয়, ‘ছবি দুটি ভালো ব্যবসা করেছে। আমি সম্মানিত হয়েছি দর্শকরা আমাকে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করছি আগামী ছবিগুলোয় নিজের ভুলত্রুটি সামলে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার। এর জন্য সবার দোয়া প্রত্যাশা করি।’

/এসটিএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি