X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এক বছর পর আবার ‘ঈর্ষা’

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:২৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩

মহড়ায় নূনা আফরোজ ও অনন্ত হিরা ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের ৮ম প্রযোজনা সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’। নাটকটি মঞ্চায়িত হবে ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে।
নাটকটির অন্যতম অভিনেত্রী নূনা আফরোজ জানান, প্রায় এক বছর পর আবার মঞ্চে উঠছেন এই কাজটি নিয়ে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে নূনা আফরোজ ছাড়াও অভিনয় করেছেন রামিজ রাজু ও অনন্ত হিরা।
মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো সাজিয়েছেন জিল্লুর রহমান, সংগীত করেছেন রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
‘ঈর্ষা’ নামের কাব্যনাটকের গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব-সংঘাতে মুখর, যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা; আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয়- শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও।
নাট্যকার সৈয়দ শামসুল হক বলে গিয়েছিলেন, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়। আমার শিল্পের হাত কেড়ে নেয় আছে সাধ্য কার?’
নাটকটি সম্পর্কে নির্দেশক অনন্ত হিরার মন্তব্য এমন, ‘এতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং ছোট সংলাপটি ১৬ মিনিটের! এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু