X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

'প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ নিয়ে ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৬:০২

‘মান অভিমান’ নাটকে রোজী সিদ্দিকী আঠারো শতকের শুরুর দিকে প্রকাশিত হয়েছিল জেন অস্টেন রচিত 'প্রাইড এন্ড প্রেজুডিস’ উপন্যাস। যা নিয়ে নির্মিত হয়েছে হলিউড চলচ্চিত্রও।
এবার এই উপন্যাসের অনুপ্রেরণায় বাংলাদেশে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। নাসিমুল হাসানের চিত্রনাট্যে এর সংলাপ করেছেন সরোয়ার সৈকত। পরিচালনায় আছেন রাজু খান।

নাটকটির গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের রানুকে ভালোবাসে শিল্পপতি রাহাত। সম্পর্কটায় বাধা হয়ে দাঁড়ায় রাহাতের বিত্তশালী বন্ধু ফরহাদ। দাম্ভিক ফরহাদের মতে, গরিব আর ধনীর ভালোবাসা নাটক সিনেমায় মানালেও বাস্তবে অসম্ভব। আর রানুর বোন বীথি বিশ্বাস করে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। একদিন সেই বীথিরই প্রেমে পড়ে যায় ফরহাদ।

নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ অনেকে।
৫ জানুয়ারি থেকে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে। শনি থেকে বৃহস্পতিবার ছয়দিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় এটি দেখানো হবে।

এদিকে এটি ছাড়াও আরও দুটি নতুন ধারাবাহিক নিয়ে নতুন বছরের পথচলা শুরু করল চ্যানেলটি। বাকি দুটি নাটকের একটি হচ্ছে নায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় ‘খলনায়ক’। অপরটি ফাহমিদুর রহমানের চিত্রনাট্য, নুসরাত জাহানের সংলাপ ও মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ‘ভালোবাসার আলো-আঁধার’। পুরো বিষয়টি জানাতে আজ (৩ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ নাটকগুলোর শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে জানানো হয়, ‘খলনায়ক’ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে এবং ‘ভালোবাসার আলো-আঁধার’ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে শনি থেকে বৃহস্পতিবার প্রচার হবে। সংবাদ সম্মেলনে অতিথিরা

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র