X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হাসপাতালে সৈয়দ সালাহউদ্দিন জাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৬:৪১

সৈয়দ সালাহউদ্দিন জাকী কালজয়ী বাংলা চলচ্চিত্র ‘ঘুড্ডি’র নির্মাতা সালাহউদ্দিন জাকী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ ভর্তি করা হয়েছে।
কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালটিতে নেওয়া হয়। এখন সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ রেয়ান আনিসের তত্ত্বাবধানে আছেন।
হাসপাতালটির মিডিয়া ম্যানেজার ডা. সাগুফতা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হৃদরোগ নিয়ে উনার পুরনো জটিলতা আছে। তবে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) তার মাত্রাতিরিক্ত জ্বর ও বমি হলে হাসপাতালে আনা হয়। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। আগের চেয়ে শারীরিক অবস্থাও ভালো এখন।’
সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ১৯৮০ সালের সাদাকালো রোমান্টিক-নাট্য চলচ্চিত্র ‘ঘুড্ডি’। যেখানে জুটি হয়েছেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। আলোচিত এই সিনেমা ছাড়াও তিনি নির্মাণ করেন ‘আয়না বিবির পালা’, ‘লাল বেনারসি’সহ অসংখ্য নাটক, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সিইও হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন এসএ টিভিতে।  
‘ঘুড্ডি’ চলচ্চিত্রটির সংলাপ রচনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জাকী।
১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ‘ঘুড্ডি’র একটি দৃশ্যে আসাদ ও সুবর্ণা

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!