X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তাহসানের গানে আমেরিকান মডেল-নির্মাতা

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৫:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

তাহসান খান/ ছবি: সাজ্জাদ হোসেন নতুন বছরটা একটু গুছিয়ে শুরু করতে চাচ্ছেন সংগীতশিল্পী তাহসান খান। ধারাবাহিকভাবে আসবে তার মিউজিক ভিডিও। ইতোমধ্যে বেশ কয়েকটি গানের কাজ শেষ বলেও জানালেন তাহসান।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এ বছরের প্রথম মাস থেকেই গানের ভিডিও প্রকাশ করবো। বিশেষ করে আগামী দুই মাসে তিনটি ভিডিও আসবে।’
এরমধ্যে দুটি গানের ভিডিওর কাজ শেষ। এ দুটি হলো ‘মায়াবী আলোতে’ ও ‘এত মায়া’।
‘মায়াবী আলোতে’-এর ভিডিও ধারণ করা হয়েছে আমেরিকায়। নিউ ইয়র্ক ও ম্যানহাটনে এর কাজ হয়েছে।
রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সুর-সংগীত করেছেন অদিত, অমিত, আমজাদ ও তাহসান নিজে।
তাহসান বলেন, ‘এই ভিডিওটির সঙ্গে জড়িত প্রায় সবাই বাইরের। আমেরিকান নির্মাতা ও ৭ জন মডেল এখানে কাজ করেছেন। ম্যানহাটনে ব্রিটিশ পাবেতে এর দৃশ্যধারণ হয়েছে। পুরো পৃথিবীর মানুষ গানটার সুর পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।’   
এর পরপরই আসবে তার আরও একটি ভিডিও। ‘এত মায়া’ নামের এ গানটির কথা লিখেছেন মাকসুদ আলম রিফাত। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। এর ভিডিও নির্মাণ হয়েছে ঢাকাতে। এটি করেছে লাফিং এলিফ্যান্ট টিম।
এদিকে তাহসান অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি’ একদিন’ মুক্তি পাচ্ছে আসছে ফেব্রুয়ারিতে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে তাহসানের বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। সিনেমা থেকে প্রকাশিত দুটি গান এরমধ্যে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেছে।  
‘যদি একদিন’ ছবির গান:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র