X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধনেপাতা বিক্রি করেছিলেন নওয়াজ!

বিনোদন ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

নওয়াজুদ্দিন সিদ্দিকি খেয়াল করেছেন? সুপারস্টার আমির খানের ‘সারফারোশ’ (১৯৯৯) ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকিও ছিলেন। তখন তিনি চুনোপুঁটি। কেইবা তার দিকে নজর দেবে।
৪৪ বছর বয়সী এই অভিনেতা জুনিয়র আর্টিস্ট থেকে এখন বড় তারকা। তবে এই পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। অভাবের দিনে বাঁচার জন্য ধনেপাতাও বিক্রি করেছেন তিনি!
‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে নিজের সম্পর্কে এমন কিছু অজানা ঘটনা জানিয়েছেন নওয়াজ। তার সঙ্গে ছিলেন ‘থাকরে’ ছবির সহশিল্পী অমৃতা রাও। আগামী মাসে মুক্তি পাবে এটি। রাজনীতিবিদ বালাসাহেব থাকরের বায়োপিকের প্রচারণা চালাচ্ছেন তারা।
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।


অনুষ্ঠানে স্মৃতি হাতড়ে নওয়াজ নিজের সংগ্রামমুখর দিনগুলোর কথা জানান। এমনও দিন গেছে, ২০০ রুপি দিয়ে এক সবজি বিক্রেতার কাছ থেকে ধনেপাতা কিনে তা বিক্রি করেছেন তিনি স্থানীয় হাটে। দিনভর ধনেপাতা তাজা রাখতে পানি ছিটানোর টিপস ওই বিক্রেতার কাছ থেকে পেয়েছিলেন নওয়াজ। কিন্তু তবুও ধনেপাতা ম্যাড়ম্যাড়ে হয়ে যাওয়ায় বেশিরভাগই গচ্চা যায়।
২০০ রুপি লোকসান হওয়ায় নওয়াজের পকেটে টাকা-পয়সাও ছিল না। এ কারণে টিকিট ছাড়াই ট্রেনে যাতায়াত করেছিলেন তিনি।
জুনিয়র আর্টিস্ট হিসেবে প্রথম কাজের জন্য ৪ হাজার রুপি পান নওয়াজ। এর অর্ধেক দিতে হয়েছে কাজের সুযোগদাতাকে। বাকি টাকার মধ্যে ১৮০০ রুপি হোটেল ভাড়া আর ২০০ রুপি চলে যায় রিকশা ভাড়া ও খাওয়ায়।
সূত্র: বলিউড হাঙ্গামা

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি