X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শেষ ইচ্ছে অনুযায়ী মিরপুরে শায়িত হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

আহমেদ ইমতিয়াজ বুলবুল বীর মুক্তিযোদ্ধা, সংগীত পরিচালক ও গীতিকার ইমতিয়াজ বুলবুলকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিংবদন্তি এ শিল্পীর শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে এটি করা হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ঘনিষ্ঠজন কুমার বিশ্বজিৎ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আহমেদ ইমতিয়াজ বুলবুল চেয়েছিলেন তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আর তিনি তো শুধু পারিবারিক ব্যক্তি নন, রাষ্ট্রের এক সম্পদ। তার ছেলে মুনও এতে সম্মতি জানিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান প্রদর্শন করে সমাহিত করা হবে।’
জানা গেছে, আগামীকাল (২৩ জানুয়ারি) বাদ আসর এটি হবে। এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হবে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে। সর্বস্তরের মানুষ এখানে তাকে চিরবিদায় জানাতে পারবেন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বিএফডিসিতে বুলবুলের মরদেহটি নেওয়া হবে।

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।
দ্রুত তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা