X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

অনন্ত জলিলের ব্যবসায়িক পার্টনারই ছবির নায়ক

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:১৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪

সুমন ফারুক, বর্ষা ও অনন্ত

ঢালিউডের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল গত বছর ‘দ্বীন দ্য ডে’-নামের চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন। অবশেষে সেটি শুটিং ফ্লোরে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এর দৃশ্যধারণ হবে।
বরাবরের মতোই চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে থাকবেন অনন্ত আর নায়িকা বর্ষা। যৌথ প্রযোজনার এ ছবিতে বাংলাদেশ থেকে আরও একজন নায়ক থাকছেন। তার নাম সুমন ফারুক।

বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই। সুমন পেশায় ব্যবসায়ী। অনন্ত জলিলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও আছে তার।
নতুন নায়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সুমন ফারুক ভাই আমার ব্যবসায়িক পার্টনার। একদিন হঠাৎ তিনি সিনেমার কথা বলেন। এরপর তাকে বলি প্রস্তুতি নিতে। তার প্রায় ৮২ কেজি ওজন ছিল। কমিয়েছেন। চেহারাটা গোল-গাল ছিল। সেটাতেও পরিবর্তন এনেছেন। রিয়েলি হি ডিড ভেরি ওয়েল।’
জানা যায়, এতে অনন্তের বিপরীতে থাকছেন বর্ষা। আর ফারুকের সঙ্গে লেবানিজ নায়িকা। তারকাবহুল এ ছবিতে ইরানের দুই অভিনেত্রী ও তুরস্কের একজন অভিনেতাও থাকছেন। ইরানের অন্যতম নির্মাতা মুর্তজা অতাশ জমজম এটি পরিচালনা করবেন।

তবে অন্য কলাকুশলীদের মধ্যে বাংলাদেশ থেকে বেশি শিল্পী থাকছেন বলে জানিয়েছেন অনন্ত।

‘দ্বীন দ্য ডে’ বেশ বড় বাজেটের চলচ্চিত্র হতে যাচ্ছে। আর এ কারণেই ইরানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে। ছবির গল্প ভাবনায় আছেন অনন্ত নিজে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। মূলত অ্যাকশন ধাঁচের গল্পে ছবিটি নির্মিত হচ্ছে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ