X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেলো ‌তাহসান-শ্রাবন্তী জুটি

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৯:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৬

তাহসান ও শ্রাবন্তী গত এক বছর ধরে চলেছে তাহসান খান ও ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির রসায়ন। অতঃপর এটি পর্দায় আসার জন্য চূড়ান্ত। অর্থাৎ ছাড়পত্র পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র 'যদি একদিন'।
পরিচালক জানালেন, আজ (৩১ জানুয়ারি) বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিষয়টি নিয়ে সরাসরি সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা ছবিটির বেশ প্রশংসা করেছেন।’

মুক্তির প্রসঙ্গে এই নির্মাতা আরও যোগ করে বলেন, ‘আগামী রবিবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে আলোচনা হবে। এরপর এর মুক্তির তারিখ চূড়ান্ত করব।’

‘যদি একদিন’ হচ্ছে সংগীতশিল্পী তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র। অন্যদিকে বাংলাদেশের একক সিনেমায় কলকাতার শ্রাবন্তীর এটাই প্রথম কাজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি এটি।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে তাহসান, শ্রাবন্তী ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান ও শিশুশিল্পী রাইসা। আরও অভিনয় করছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।

ছবিটির ট্রেলার:

ছবির গান: 

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা