X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে মাহতিমের ‘যদি’

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

মাহতিম সাকিব অন্যের গান কণ্ঠে তুলে প্রচুর বাহবা পাওয়ার দিন শেষ হয়েছে তার। এরমধ্যে নাটকের গান ‘বুকের বাঁ পাশে’ দিয়ে নিজেকে ভালোই প্রমাণ করলেন মাহতিম সাকিব।
মৌলিক গানে নিজেকে আরও প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিতই গাইছেন। সেই ধারাবাহিকতায় এবার তার সঙ্গে যুক্ত হলো রবিউল ইসলাম জীবনের কথা আর নাজির মাহমুদের সুর। যারা দুজনই গানবাজারে লম্বা সময় ধরে সফলতার প্রমাণ রেখে চলেছেন।
‘যদি’ শিরোনামের গানটি রেকর্ডিং হয়েছে ১ ফেব্রুয়ারি। গানটির সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘নাজির মাহমুদ ভাইয়ের সুরে জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশাকরি সবার মনে ধরবে।’
জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় গানটির ভিডিও প্রকাশ হবে। ভিডিওতে স্টুডিও অংশে দেখা যাবে মাহতিম সাকিবকে। সঙ্গে থাকবেন দুজন জনপ্রিয় মডেল।
ভিডিওটি নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে গত বছর ব্যাপক জনপ্রিয়তা পান মাহতিম সাকিব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা