X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভাস্কর মৃণাল হকের গ্যালারিতে অনন্ত-বর্ষা!

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

ছেলেকে নিয়ে গ্যালারি ঘুরে দেখছেন অনন্ত-বর্ষা দম্পতি

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মৃণাল হকের সেলিব্রেটি গ্যালারি নিয়ে সমালোচনা। দেশ-বিদেশের সেলিব্রেটিদের ভাস্কর্যে সঠিক অবয়ব না আসায় নানারকম প্রশ্নে বিদ্ধ হয়েছেন এই ভাস্কর।

এবার গুলশানের সেই গ্যালারিতে দেখা গেছে ঢালিউডের আলোচিত দম্পতি নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষাকে। সঙ্গে তাদের পুত্র আরিজকেও। তবে সেটি ভাস্কর্য হিসেবে নয়, গ্যালারিটি পরিদর্শনে গিয়েছিলেন তারা। তাদের পুরো গ্যালারিটি ঘুরে দেখান ভাস্কর মৃণাল হক নিজেই।

গত ২ ফেব্রুয়ারি এক আমন্ত্রণে এ তারকা দম্পতির পাশাপাশি এটি পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রধান হামিদুজ্জামান খানও।

পুরো বিষয়টি নিয়ে মৃণাল হক জানান, সেলিব্রেটি গ্যালারি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রধান হামিদুজ্জামান খান, চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা গ্যালারিটি পরিদর্শন করেন।

এদিকে অনন্ত জলিল ভাস্কর্য দেখার পর কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে মৃণাল হকের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত করেন। বলেন, ‘ভাস্কর্য নির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন ভাস্কর মৃণাল হকের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম।’

অনন্ত-বর্ষা দম্পতিকে গ্যালারি দেখাচ্ছিলেন ভাস্কর মৃণাল হক গুলশান ১-এর ৫ নম্বর রোডে অবস্থিত ‘সেলিব্রেটি গ্যালারিতে’ আছে বিশ্বের নানা অঙ্গনের বিখ্যাত সব ব্যক্তিত্বের ভাস্কর্য। এরমধ্যে শাহরুখ খান, মেসি, বব মার্লে, কাজী নজরুল ইসলাম, প্রিন্সেস ডায়না, শাকিরা, মি. বিনের মতো বিশ্বখ্যাত তারকাদের তৈরি প্রতিকৃতি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

এ কারণে এই গ্যালারির উদ্যোক্তা মৃণাল হক সেগুলো সংস্কারে হাত দিয়েছেন সম্প্রতি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র