X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বারী সিদ্দিকীর কথা-সুরে নতুন অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

বারী সিদ্দিকী ও সুমন প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর সুযোগ্য ছাত্র সোহাগ সুমন। গুরুর সান্নিধ্যে শিখেছেন গান। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েও নিজের মেধার জানান দিয়েছিলেন তিনি। 

সুমন এবার এসেছেন অভিষেক অ্যালবাম নিয়ে। যেখানেও সান্নিধ্য পেয়েছেন গুরু বারী সিদ্দিকীর।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘প্রেমের ঘুড়ি’ নামের অ্যালবামটি। এতে থাকছে চারটি গান। এর বিশেষত্ব হলো, চারটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা লিখেছেন ও সুর করেছেন স্বয়ং বারী সিদ্দিকী। গানগুলোকেই আবার নতুনভাবে কণ্ঠে তুলেছেন সোহাগ সুমন। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। অ্যালবামটি একইসঙ্গে আছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।

‘প্রেমের ঘুড়ি’র প্রকাশনা উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি রাতে বাংলাঢোল স্টুডিও লাইভে গান করেছেন সোহাগ সুমন। অ্যালবাম নিয়ে তিনি বলেছেন ‘আমার স্বপ্নই ছিলো বারী সিদ্দিকী স্যারের সুরে প্রথম অ্যালবাম করবো। সেই স্বপ্ন সত্যি হয়েছে। পৃথিবী থেকে চলে যাওয়ার কিছুদিন আগে আমার গানগুলোর গাইড ভয়েস দিয়েছিলেন তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, শ্রোতারা গানগুলো শুনবেন ও ভালো লাগলে ছড়িয়ে দেবেন।’

‘প্রেমের ঘুড়ি’ অ্যালবামের লিংক:

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র