X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভুল করে চুল ধরে বিপাকে অপূর্ব!

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৯

একটি দৃশ্যে অপূর্ব ও মৌসুমীর মাঝে লম্বা চুলওয়ালা সেই ‘পিএস’ চরিত্র পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে তার মুখ থেকে কথা বের করা মুশকিল। এ কারণে বিয়ে করা তো দূরের কথা, একটা প্রেমও করতে পারেনি।
সে লম্বা চুলওয়ালা পিএ ঝুনাকে নিয়ে এক গবেষণার কাজে যায় নেপাল। একই রিসোর্টে ওঠে তিশা। তিশা হচ্ছে একইসাথে বুদ্ধিমতী ও বদমেজাজি একটা মেয়ে। পুলকের সঙ্গে তার পরিচয়টা বেশ মজার।
একদিন পুলক অন্যমনস্ক হয়ে পেছন থেকে তিশার চুলে হাত দেয়! পলকেই রেগে আগুন হয়ে যায় তিশা। পুলককে যা তা বলে ফেলে তিশা। পুলক তো লজ্জায় কুঁকড়ে যায়। তিশাকে বারবার বোঝাতে চায়, সে ভেবেছিল তার পিএ’র চুল। ইচ্ছে করে সে তিশার চুলে হাত দেয়নি।
এরপর কী ঘটে সেখানে? তা জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি। এমনই গল্প নিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি পরিবেশিত সম্প্রতি নেপালে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘দূর পাহাড়ের চূড়ায়’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি। পুলক চরিত্রে এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তিশা চরিত্রে মৌসুমী হামিদ। আরও আছেন পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখ।
নির্মাতা রনি জানান, আজ (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় নাটকটি প্রচার হবে এনটিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা