X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘সিঙ্গেল মাদার’ মম

বিনোদন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ০০:০৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৬:২২

জাকিয়া বারী মম জাকিয়া বারী মমকে এবার দেখা যাবে নারী দিবসের বিশেষ নাটকে। যেখানে তিনি হাজির হয়েছেন সিঙ্গেল মাদার চরিত্রে। নাটকটির নামও রাখা হয়েছে একই, ‘সিঙ্গেল মাদার’।
দর্শকের পাঠানো গল্পে এটির পরিচালনা করেছেন প্রীতি দত্ত। আরটিভির তিনদিনের বিশেষ ‘প্রেরণায় নারীর গল্প’-এর শিরোনামের আয়োজনে এটি নির্মিত হলো।
জানা যায়, এতে মমর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ।
মম জানান, এতে বেশ কিছু বাচ্চাদের সঙ্গেও তাকে কাজ করতে হয়েছে। মূলত একজন নারীর স্বাধীনতার গল্পও বলা হয়েছে। বিয়ের পর যার সংসারে দ্বন্দ্ব শুরু হয়। তারপর সে কীভাবে এটা মোকাবিলা করে তা দেখানো হবে।
পরিচালক প্রীতি দত্ত জানান, আগামী ৯ মার্চ রাতে আরটিভিতে নাটকটি প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু