X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে আট দিনব্যাপী নাট্যোৎসব

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৯:০৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:৫৬

সৈয়দ বদরুদ্দীন হোসাইন ও নাট্যদল পদাতিক পরিবেশিত একটি নাটকের দৃশ্য। ফাইল ফটো copy

ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে এবারও আয়োজন করা হচ্ছে নাট্যোৎসব।
পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন ১১ এপ্রিল। এ উপলক্ষে উৎসবটি হবে ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে নাট্যদলটি।
তারা জানায়, এবারের উৎসবটি চলবে ৮ দিন। নাট্যোৎসবের পাশাপাশি থাকছে স্মারক সম্মাননা। এবার দু‘জন কৃতীর হাতে এগুলো তুলে দেওয়া হবে।

এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হবে। এটি হবে আগামীকাল ২ এপ্রিল।

নাট্যদলটির প্রচার ও জনসংযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল বলেন, ‘উৎসবে দেশ ও দেশের বাইরের ২০টি নাটকের দল অংশগ্রহণ করবে। এরমধ্যে থাকবে ভারতের ৪টি দল। প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত তাদের মঞ্চায়ন হবে।’

উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল হলের সামনের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া নাটকের নিয়মিত প্রদর্শনী হবে নাট্যশালার মূল হল, স্টুডিও থিয়েটার ও পরীক্ষণ হলে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’