X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাজীপুরের গহীন জঙ্গলে চলছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৭:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:৪৫

গাজীপুরের গহীন জঙ্গলে চলছে ‘মিশন এক্সট্রিম’ টানা ১ সপ্তাহ ধরে গাজীপুরের গহীন জঙ্গলে চলছে ‘মিশন এক্সট্রিম’।
সেখানে অবস্থান করছেন আরিফিন শুভ, সাদিয়া আন্দালিব নাবিলাসহ ‌‘মিশন এক্সট্রিম’-এর বেশিরভাগ কলাকুশলীরা। কারণটা ছবির জন্য অ্যাকশন দৃশ্য ধারণ করা।
অনেকটা লোকচক্ষুর আড়ালেই চলছে এর কাজ। ছবিটির কাজ প্রসঙ্গে এর পরিচালক সানী সানোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ২০ দিন ধরে আমাদের শুটিং হচ্ছে। এর আগে উত্তরা ও মিরপুরে হয়েছে। এখন এক্সট্রিম পর্যায়ের মারপিটের কাজ চলছে। তাই আমরা এসেছি গাজীপুরের জঙ্গলে। ১২ এপ্রিল পর্যন্ত এখানেই কাজ হবে আমাদের। এরপর ১৩ তারিখ ঢাকায় দৃশ্যধারণ করব। বিদেশেও কিছু কাজ করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে আমাদের সব ধরনের দৃশ্যধারণ শেষ হবে।’
পরিচালক জানান, জান্নাতুল ঐশী ও কিছু জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ছাড়া ছবির বেশিরভাগ কুশলী এখন গাজীপুরে আছেন।
শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটির জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। চাইছি যতটা সম্ভব পারফেক্ট কাজ করতে। দর্শকরা দেখলেই সেটি বুঝতে পারবেন।’
‘ঢাকা অ্যাটাক’-এর পর বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী, অস্ট্রেলিয়া প্রবাসী বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলা, অভিনেতা তাসকিন রহমান, এবিএম সুমন, শামস সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথ পরিচালক হিসেবে আরও আছেন ফয়সাল আহমেদ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র