X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অভিনেত্রী মায়া ঘোষ আর নেই

যশোর প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৫:০৫আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:২৯

মায়া ঘোষ মঞ্চনাটক, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ (৭০) আর নেই। রবিবার (১৯ মে) সকাল ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বড় ছেলে দীপক ঘোষ বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন মা। রবিবার বিকাল নাগাদ যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।’
দীপক জানান, ২০০০ সালে ক্যানসারে আক্রান্ত হন মায়া ঘোষ। এরপর ২০০১ সালে কলকাতার সরোজগুপ্ত ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। ২০০৯ সালের দিকে অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি।
কিন্তু ২০১৮ সালের অক্টোবর মাসে আবারও অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারিতে তাকে ফের কলকাতার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ এপ্রিল তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে যশোরের বেসরকারি কুইন্স হসপিটালে ভর্তি করা হয় সম্প্রতি। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মায়া ঘোষ। তার বাবার নাম শংকরপ্রসাদ গাঙ্গুলি।
মঞ্চনাটক, টিভি ও চলচ্চিত্র অঙ্গনে মায়া ঘোষের ছিল সরব উপস্থিতি।  ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি।
সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার ধারাবাহিক ‘ডিবি’তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী