বাবা কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহা। তারই পথ ধরে যেন দীর্ঘ পথ হেঁটে চলেছেন ইমন সাহা। গত তিন দশকে সিনেমায় প্রচুর সফল গানের জন্ম দিয়েই থামেননি, সংগীতের ওপর উচ্চতর পড়াশুনা করেছেন অস্কারজয়ী এ আর রাহমানের কাছে।
গানের সঙ্গে এখনও রয়েছেন নিয়মিত। তবে এবার তিনি ঘোষণা দিলেন সিনেমা নির্মাণের। এরজন্য তিনি ১ জুলাই শেষ করেছেন পরিচালক সমিতির সঙ্গে দাফতরিক আনুষ্ঠানিকতাও।
ইমন সাহা মনে করেন, ১ জুলাই দিনটি তার জীবনের একটি বিশেষ দিন। কারণ, এই দিনে তিনি তার মনে থাকা সুপ্ত বাসনা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেছেন।
তার ভাষায়, ‘আজ আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হবো। সময়, সুযোগ, সাহস কোনটাই হয়ে উঠছিলো না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের।’
নির্মাতা হিসেবে ইমন সাহার অভিষেক হতে যাচ্ছে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমার মাধ্যমে।
সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম করবোই যখন, পূর্ণদৈর্ঘ্যই বা কেন নয়! তারই সূত্র ধরে আজ (১ জুলাই) উপস্থিত হই বাংলাদেশ পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে। পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে।’
করেছেনও। তবে তারচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন বিএফডিসি তথা নির্মাতা সদস্যদের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছেন, সেটি নিয়ে। ইমন সাহার ভাষায়, ‘সমিতির বোর্ডের সকল সদস্য আমাকে যে উচ্ছ্বাস, সম্মান ও ভালবাসার সাথে স্বাগত জানালেন ও গ্রহণ করলেন, তাতে আমি সত্যিই আবেগ প্রবণ হয়ে পড়ি। সত্যিই এটা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এতটুকু পথ চলা, এতটুকু অর্জন চলচ্চিত্র এবং অন্যান্য সকল মিডিয়ার পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা কুশলী ও সাংবাদিকদের সহযোগিতা ও ভালবাসা ছাড়া কোনদিন সম্ভব হতো না। আমার এ নতুন পথ চলায় আপনাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা ও ভালবাসা চাই।’
জানা গেছে, সিনেমাটির মাধ্যমে ইমন সাহা তুলে ধরবেন একটি মিউজিক্যাল জার্নি। তবে এটিতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও তথ্য জানাতে চাইলেন না এই নবীন পরিচালক তথা প্রখ্যাত সংগীত পরিচালক।