X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এবার ক্রিকেট মাঠে মুখোমুখি অভিনয়শিল্পী-পরিচালকরা

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৯:৩৭আপডেট : ২৬ মে ২০১৯, ২০:২১

দুই দলের সদস্যরা শুটিং স্পটে একে অপরের পাশাপাশি চলেন অভিনয়শিল্পী আর পরিচালকরা; পরিপূরকও তারা। তবে এবার তাদের পাওয়া গেল একেবারে বিপরীত অবস্থানে। আলাদা দল গঠন করে মুখোমুখি হয়েছিলেন তারা। 

আজ (২৬ মে) সকালে ধানমন্ডির একটি মাঠে ব্যাট-বল হাতে নেমেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী ও পরিচালকরা।
সময় টিভির ঈদ আয়োজনের বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তাদের এই ভিন্নরূপ। চ্যানেলটির তিন পর্বে আয়োজনের জন্য এর আগে একইভাবে মুখোমুখি হয়েছিলেন ব্যান্ড আর্টসেল-চিরকুট ও মঞ্চনাটকের দল দেশ নাট্যদল-নাগরিক নাট্যসম্প্রদায়। দুই নারী ক্রিকেটার- মিশু ও তুষ্টি
আজকের খেলায় শিল্পীদের দলের অন্যতম খেলোয়াড় কল্যাণ কোরাইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে জিতল, কে হারল, এটা বড় বিষয় নয়। আমরা আনন্দের জন্য খেলেছি। আশা করি, দর্শকরাও আনন্দ পাবেন।’
তবে জানা যায়, এতে জিতেছে পরিচালকদের দল।

শিল্পীদের দলের খেলোয়াড়রা হলেন- আরমান পারভেজ মুরাদ (অধিনায়ক), কল্যাণ কোরাইয়া, তুষ্টি, তুষার মাহমুদ, মিশু চৌধুরী, সমাপ্তি ও হাসান। নাট্য পরিচালকদের দলে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সুমন আনোয়ার, কচি খন্দকার, রেজাউল রিজু, এসএম কামরুজ্জামান সাগর।
আয়োজন প্রসঙ্গে সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিবারই ঈদের সময় একটু আলাদা ধরনের অনুষ্ঠান রাখি। এবার ঈদ ও বিশ্বকাপ ক্রিকেট একই সঙ্গে হবে। তাই আমরা দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করেছি। তারই অংশ হিসেবে তিন দিন শিল্পীদের ক্রিকেট ম্যাচ দেখাবো।’ পরিচালকদের দল
জানা যায়, ঈদের প্রথমদিন চিরকুট বনাম আর্টসেল, দ্বিতীয় দিন নাট্য পরিচালক বনাম শিল্পী এবং তৃতীয় দিন দেশ নাট্যদল বনাম নাগরিক নাট্যসম্প্রদায়ের ম্যাচ দেখানো হবে।
সপ্তাহ দুয়েক আগে ব্যান্ড ও মঞ্চনাটকের দলগুলোর খেলার শুটিং শেষ হয়েছে। চার ওভারের এই ম্যাচগুলোতে ৭ জন করে খেলোয়াড় অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মিল্টন সরকার। শিল্পীদের দল

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!