X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সুযোগটা যে এত দ্রুত আসবে বুঝতে পারিনি

জান্নাতুল পিয়া, মডেল ও উপস্থাপক
০৬ জুন ২০১৯, ১১:৪৪আপডেট : ০৬ জুন ২০১৯, ১১:৪৪

পিয়া জান্নাতুল আমি আন্তর্জাতিক অঙ্গনে মডেলিংয়ের সঙ্গে যুক্ত। বিচারক হিসেবে কাজ করার সুযোগও হয়েছে। বিভিন্ন দেশের নামকরা ম্যাগাজিনের প্রচ্ছদেও এসেছি। তবে এবারের আয়োজনটি আমার জন্য একেবারেই ভিন্ন কিছু।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আয়োজন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-২০১৯-এ উপস্থাপনার সুযোগ পেলাম। এই সুযোগটা যে এত দ্রুত আসবে আমি বুঝতে পারিনি। যুক্তরাজ্য থেকে বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচই আমি উপস্থাপনা করছি, বাংলাদেশের দর্শকদের জন্য। আর এটি দেখা যাচ্ছে ‘জিটিভি’তে এবং অনলাইনে ‘রেবিটহোল স্পোর্টস’ ও ‘বায়োস্কোপ’ অ্যাপ-এ।

এর আগে আমার উপস্থাপনা নিয়ে বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা শুনতে হয়েছে। আমি আগেই বলেছিলাম, আপনারা সমালোচনা করতে থাকবেন আর আমি একদিন ক্রিকেটের আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনা করবো। সেটাই হয়ে গেল! তবে তা এতো তাড়াতাড়ি হবে ভাবিনি।

আর প্রিয় দল বাংলাদেশের টাইগারদের জন্য থাকলো শুভকামনা।

এবারের ঈদ কাটলো খেলার মাঠে, সেটাও অন্যরকম এক অভিজ্ঞতা। সবাইকে ঈদের শুভেচ্ছা।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু