X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
বাবা দিবসে বিশেষ

এখনও বাবা আমার জন্য অপেক্ষা করেন

মামনুন হাসান ইমন, অভিনেতা
১৬ জুন ২০১৯, ০০:০২আপডেট : ১৬ জুন ২০১৯, ০০:০২

মামনুন হাসান ইমন চার ভাই-বোনের মধ্যে আমি সবার ছোট। তবে অনুজ হলেও কী হবে, আমার ব্যাংকার বাবা যেন আমার ওপরে ভরসা রাখেন। একেবারে ছোটবেলা থেকেই তিনি আস্থা রাখতেন আমার ওপর।
বাবা প্রায় বলতেন, ওর কাজে ভরসা রাখা যায়। তিনি হয়তো এটাও জানেন, আমি তার জন্য কোনও কাজ করতে গেলে আমার সেরাটাই করব। এটাও সত্যি, তাঁকে নিয়ে কিছু করলে আমি আমার সর্বোচ্চটাই করার চেষ্টা করি।
হয়তো খেতে গেলাম। আমি সেরা জায়গাটাতেই নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই বিশ্বাস তিনিও করেন। এটা বাবাই আমাকে বলেছেন। এবং বাবা আমাকে কোনও কাজ দিয়ে নির্ভার থাকেন। তাঁর কাছে আমি আস্থার একটা নাম।
তাই আমি চেষ্টা করি বাবার সে প্রত্যাশা পূরণের। মা-বাবার সঙ্গে ইমন
বাবার বয়স এখন ৭৮। বার্ধক্যের একটা বিষয় তো আছেই। এখন আমাদের সম্পর্কটা বন্ধুর মতো হয়েছে গেছে।
বাবা এখনও নিজের কাজ নিজ হাতে করতে পছন্দ করেন। পত্রিকা পড়েন। আমি শুটিং শেষ করে না আসা পর্যন্ত এখনও বাবা অপেক্ষা করেন। হয়তো কোনও কাজে গেলাম। কোনও সমস্যা অনুভব করলে বাবাকে ফোন দিই। কিংবা বাবাই হয়তো ফোন দেন।
তখন অদ্ভুত এক শক্তি পাই।
*প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার (১৬ জুন) উদযাপন করা হয় ‘বাবা দিবস’।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!