X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পরিবর্তন আসছে না শাকিব-বুবলীর ছবির নামে

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ০০:০৪আপডেট : ১৮ জুন ২০১৯, ১৬:২৬

মঞ্চে শাকিব বুবলী বেশ কিছু দিন ধরেই শাকিব খানের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন, নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’-এর নাম যেন পরিবর্তন করা হয়।
এমনকি শাকিবের বেশ কয়েকটি ফ্যানপেজে এ নিয়ে প্রচারণাও চালানো হয়েছে। তাদের মতে, বর্তমান সময়ে এত বড় নাম বেমানান। 

তবে ছবিটির মহরতের দিন এর পরিচালক জাকির হোসেন রাজু জানালেন, নামটি পরিবর্তন হওয়ার কোনোই সম্ভাবনা নেই। এটিই চূড়ান্ত। ছবির গল্পের জন্য এমন নামটিই রাখা হয়েছে।

গতকাল (১৭ জুন) রাত ৮টায় ঢাকা ক্লাবে ছবিটির মহরত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু, শাকিব খান, বুবলীসহ অনেকে।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘এটা মিষ্টি একটি প্রেমের চলচ্চিত্র। চিরচেনা গল্প। যা দেখলেই মনে হবে এটা আমার পরিচিত ঘটনা। যেখানে একটি গ্রামের গল্প উঠে আসবে। শহরও যুক্ত হবে। আমার সাম্প্রতিক ছবির বাইরে একেবারের ভিন্নভাবে এখানে আমাকে পাওয়া যাবে।’

২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে কোনও এক বিশেষ কারণে ছবিটির শুটিং হয়নি।

নতুনভাবে শুরু হওয়া এ ছবিতে অপুর স্থলাভিষিক্ত হয়েছেন বুবলী। গল্পেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

গত রোজার মাসে ছবিটির কাজ শুরু হয়। এর আগে রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রাশেদ।
শাকিব খানকে নিয়ে আগেও সিনেমা নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এগুলোর মধ্যে আছে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’ ও সর্বশেষ ‘মনের ঘরে বসত করে’।

অন্যদিকে এর মাধ্যমে আবারও চলচ্চিত্রে জুটি বাঁধলেন শাকিব খান ও বুবলী। সর্বশেষ তারা ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন। মাইক্রোফোনে শাকিব খান

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র