X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দীপ্ত টিভির উদ্যোগে লোকগানের উৎসব

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১০:২২আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৬

দীপ্ত টিভির উদ্যোগে লোকগানের উৎসব বুধবার (৩ জুলাই) দীপ্ত টিভির উদ্যোগে চ্যানেলটির নিজস্ব ভবনে বসছে লোকগানের উৎসব।
এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ‘দীপ্ত লোকগানের উৎসব ২০১৯’।

মূলত সাধু-সন্ন্যাসীদের গানগুলো ঠিক তাদের মতো করে উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে। লালন, শাহ আব্দুল করিম ও উকিল মুন্সী- এই তিন বাউল সাধকের গান নিয়েই উৎসবটি সাজানো হয়েছে।
দীপ্ত সূত্র জানায়, উৎসবে থাকছে দেশীয় বাদ্যযন্ত্রের প্রয়োগ। এছাড়া যারা বাউল গানগুলোকে প্রচার আর প্রসারে জড়িত- তারাই মূলত এখানে উপস্থাপন করবেন চিরায়ত বাংলার লোকগান।

এতে অংশ নিচ্ছেন টুটুল ভেড়ো, সাত্তার ফকির, জহুরা ফোকরানি, হাসিব বাউল, মুক্তার বাউলসহ অনেকে।
উৎসব সেটে সরাসরি দর্শকের উপস্থিতিতে ধারণ করা হবে এই অনুষ্ঠান। শারমিন নিপার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা