X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রয়াত গীতিকারের কথা ও সুরে গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৬:০৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:৩৪

আলভী মামুন ও আশফিয়া অহি সামসুদ্দীন আহমেদ; প্রয়াত সংসদ সদস্য, গীতিকার ও সুরকার। নরসিংদীতে জন্ম নেওয়া এই মানুষটি ২০০৫ সালে মারা যান।
তার লেখা কথা ও সুর থেকে গানের ভিডিও তৈরি করেছেন তরুণ কণ্ঠশিল্পী সারোয়ার হোসেন ভুঁইয়া। এর নাম ‘সারাটি জনম’। এর সংগীতায়োজন করেছেন অমিত । গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আলভী মামুন ও আশফিয়া অহি। ভিডিওটি পরিচালনা করেছেন এম হক।
গানটি প্রসঙ্গে সারোয়ার বলেন, ‘‘সারাটি জনম’গানটির কথা, সুর খুব সুন্দর। আর আমি বলব, এর সঙ্গে মানিয়ে সংগীতাও ভালো হয়েছে। চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। গল্পনির্ভর এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন ‘

জানা যায়, গানের ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। এটি প্রকাশ করা হবে ইউটিউবে। শিগগিরই এসএইচবি নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু