X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হাসান আজিজুল হকের ‘আগুন পাখি’ থেকে টিভি সিরিজ

বিনোদন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২২:৩৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৩:৫২

‘আগুন পাখি’র প্রচ্ছদ ও হাসান আজিজুল হক ২০০৬ সালে প্রকাশিত হয়েছিল স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি’। দেশ-বিদেশের বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছে বইটি।
সেই ‘আগুন পাখি’ এবার আসছে টিভি সিরিজ হয়ে। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন পারভেজ  আমিন। বিভিন্ন কালজয়ী উপন্যাস অবলম্বনে এর আগেও নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা। কিছুদিন আগে শেষ হয়েছে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে এই পরিচালকের ‘জলপুত্র’ ধারাবাহিক।
এবার ‘আগুন পাখি’ বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বেছে নেওয়ার কারণটা আসলে আবেগী। দেশভাগ নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ ও আবেগ অনেক বেশি। এখনও অনেক মানুষ প্রতিনিয়ত এই স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়। অনেক চ্যালেঞ্জিং একটা কাজ হতে যাচ্ছে এটি। রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এখানে। সব মিলেয়ে কিছুটা কঠিন হবে কাজটা করা, তবে আমি এমন কাজ করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’
নির্মাতা জানান, এ বছরের শেষের দিকে নাটকটির শুটিং শুরু করবেন। ইতোমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন দুই বাংলার লেখকদের একটি প্যানেল। নাটকটিতে কারা অভিনয় করবেন সেটি এখনও ঠিক করা না হলেও, শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েই পরিচালক কাজটি করতে আগ্রহী।
মেগা সিরিজটি প্রচার হওয়ার কথা রয়েছে দীপ্ত টিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু