X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গ্লোবাল চলচ্চিত্র উৎসবে ‌‘হাসিনা: অ্যা ডটারস টেল’

বিনোদন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৬:২৪আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৮:০৯

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ছবিটির একটি দৃশ্য ভারতীয় চলচ্চিত্র ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ পর্যটন কর্পোরেশন যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করছে ‘গ্লোবাল চলচ্চিত্র উৎসব’। যেখানে দেখানো হবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র।
এরমধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।
অপর দুই চলচ্চিত্র হলো- ‘ইতি তোমারই ঢাকা’ ও ‘সত্তা’।
২১ আগস্ট থেকে ভারতের শিলিগুড়িতে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। উৎসবের সমন্বয়ক প্রেমেন্দ্র মজুমদার জানান, শৈল্পিক দিক দিয়ে ‌‘ইতি তোমারই ঢাকা’ খুব শক্তিশালী, ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ রাজনৈতিক ছবি হিসেবে তাৎপর্যপূর্ণ আবার বাণিজ্যিক ছবি হিসেবে ‘সত্তা’কে নির্বাচন করা হয়েছে।
‘হাসিনা: অ্যা ডটারস টেল’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মজীবনী নিয়ে নির্মিত ডকুফিল্ম। মুক্তি পেয়েছে গত বছর (২০১৮) ১৬ নভেম্বর। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।
‘ইতি তোমরই ঢাকা’ বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র। ১১ জন নির্মাতা এটি তৈরি করেছেন। যার সমন্বয়ক নির্মাতা আবু শাহেদ ইমন।
আর ‘সত্তা’ ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম।
জানা যায়, আয়োজনে ৩৬টি ফিচার ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য প্রদর্শিত হবে। এগুলো দেখানো হবে শহরের দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন ও নিউ সিনেমাতে।
এই উৎসবে ভারতীয় ছবি হিসেবে দেখানো হবে বাংলাদেশের নায়ক আরিফিন শুভর ‘আহারে’। থাকছে ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু ছবি।
উৎসবের দ্বিতীয় দিন ২২ আগস্ট থাকছে ফ্যাশন শো। যেখানে বাংলাদেশ, ভারত ও নেপালের শীর্ষস্থানীয় ডিজাইনাররা অংশ নেবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ডিজাইনার ও সুপারমডেল বিবি রাসেল। এতে শো-স্টপার হিসেবে থাকবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি প্রমুখ।
উৎসবের সমাপনী হবে আগামী ২৫ আগস্ট।
‘হাসিনা, অ্যা ডটারস টেল’-এর ট্রেলার:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!