X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তাদের হাত কেন বাঁধা?

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৩:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৩৭

নাটকের তিন জুটি

২০ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। এর নাম ‘বেমানান’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।

তিন জুটিকে কেন্দ্র করে মজার এ নাটকটি নির্মিত। ঘটনাচক্রে তারা অবরুদ্ধও হয়। হাতে দড়ি বেঁধে রাখাসহ মজার সব ঘটনাও আছে এতে।

এর গল্পে দেখা যাবে, সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা এবং বর্তমানেও সাধারণভাবে প্রতিষ্ঠিত একটি ধারণা হচ্ছে যে, স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হবেন এবং বয়সের পার্থক্য ৪-৬ বছর হলে খুব ভালো। এই ধারাবাহিকের তিন জোড়া দম্পতি কেউই প্রতিষ্ঠিত এই ধারণাকে মেনে চলেননি। এক জোড়ার স্বামী স্ত্রীর চেয়ে ২১ বছরের বড়, আরেক জোড়ার স্ত্রী স্বামীর চেয়ে ৬ বছরের বড়, আরেক জোড়া একেবারে কাঁটায় কাঁটায় সমবয়সী। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এই তিন জোড়া দম্পতির সম্পর্কের জটিলতা, টানাপড়েন এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, তাসনুভা তিশা, বিজরী বরকতউল্লাহ, লুৎফর রহমান জর্জ, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল প্রমুখ।

নির্মাতা শিহাব শাহীন জানান, নাটকটি মাছরাঙা টিভিতে ২০ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু