X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

২৫ বছর পর প্লেব্যাকে দিলরুবা খান!

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪

দিলরুবা খান প্রায় ২৫ বছর পর আবারও প্লেব্যাকে কণ্ঠ দিলেন ‘পাগল মন’-খ্যাত লোকগানের নন্দিত কণ্ঠশিল্পী দিলরুবা খান।
নির্মাণাধীন সরকারি অনুদান পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘পায়রার চিঠি’র জন্য গাইলেন তিনি। গানটির শিরোনাম ‘জান রে’।
দিলরুবা খান বলেন, ‘খুব সুন্দর গানটি। দেহতত্ত্বের ওপর লেখা। প্রায় ২৫ বছর পর সিনেমার জন্য গাইলাম। শেষ কোন গানটি গেয়েছি, মনেও পড়ে না। কেন এতদিন কেউ আমাকে ডাকেনি তা আমি জানি না। এটাও ঠিক, মাঝে টানা সাত বছর আমি গানের বাইরে ছিলাম অসুস্থতার কারণে। তবে ফেরার পর অডিও আর স্টেজে নিয়মিত গাইছি। এবার প্লেব্যাকও করলাম। ভালো লাগছে।’  
‘পায়রার চিঠি’ নির্মাণ করছেন নিশীথ সূর্য। গানটির কথা-সুর তৈরি করেছেন পরিচালক নিজেই। সদ্য রেকর্ড হওয়া গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে অনুভব করে লোকগান গাওয়ার মতো শিল্পীর খুব অভাব এখানে। দিলরুবা খান তার মায়াময় কণ্ঠে সেই অভাব পূরণ করে চলেছেন। সেই আগ্রহ থেকেই তাকে নিয়ে গানটা করা।’
গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
নির্মাতা সূর্য জানান, সামনের বছরের শুরুর দিকে ‘পায়রার চিঠি’ মুক্তির প্রস্তুতি চলছে।
পাগল মন মনরে, ভ্রমর কইও গিয়া, নির্জন যমুনার কূলে, দুই ভুবনের দুই বাসিন্দা, কাগজ গেলো দিস্তা দিস্তা, বনমালি তুমি পরজনমে হইও রাধা—এমন অনেক কালজয়ী গানের শিল্পী দিলরুবা খান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু