X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শত পর্বে ‘ফাতমাগুল’

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

ফাতমাগুল ‘সুলতান সুলেমান’-এর পর দর্শকনন্দিত বিদেশি ধারাবাহিক ‘ফাতমাগুল’। দীপ্ত টিভির জনপ্রিয় এ সিরিজটি ১০০তম পর্বে প্রচার হতে যাচ্ছে আজ (৯ সেপ্টেম্বর)।
বরাবরের মতোই আজ সন্ধ্যা ৬টায় ও রাত ৯টা ৩০ মিনিটে এটি দেখানো হবে। ‘ফাতমাগুল’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ব্যারান সায়াত। সিরিজটি পরিচালনা করেছেন হিলাল সারাল।

এর গল্প এমন- সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলিদর। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবি মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। তার চিন্তা- ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরণী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে। কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উন্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান। এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি! শুরু হয় ফাতমার অন্যরকম অধ্যায়।

ফাতমাগুল কেতাঞ্জি চরিত্রে অভিনয় করেছেন ব্যারান সায়াত। কেরিম ইলগায চরিত্রে আছেন এঙ্গিন আকুইরেক। বাংলায় ডাবিংকৃত এ ধারাবাহিকটি শনি থেকে শুক্রবার সন্ধ্যা ৬টায় ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয়।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা