X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সাইবার ক্রাইম টিমের কাছে মেহজাবীনের অভিযোগ

বিনোদন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

মেহজাবীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছেন লাক্স-তারকা মেহজাবীন চৌধুরী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপ্রীতিকর ভিডিও এই অভিনেত্রীর নামে ছড়ানোর পরিপ্রেক্ষিতে অপরাধ প্রতিরোধ বিষয়ক এ দলের শরণাপন্ন হন তিনি। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মেহজাবীন নিজে।

তিনি বলেন, ‌‘গতকাল (১৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমার কাছেও বিষয়টি আশ্চর্য লেগেছে, মানুষ সত্য-মিথ্যা বা সঠিকটি জানার আগে আমার নামে আজে-বাজে মন্তব্য করছেন। কিন্তু তারা একবারও ভেবে দেখলেন না বিষয়টি কী!’

তিনি আরও বলেন, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’

এদিকে মেহজাবীন আপাতত অবসরে আছেন। আগামী ২০ তারিখ থেকে কাজে ফিরবেন। শুরু করবেন মিজানুর রহমান আরিয়ানের ‘স্বার্থপর’ নাটকের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!