X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ প্রস্তুত

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০১

আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ প্রস্তুত

অবশেষে প্রকাশ্যে এলো কিংবদন্তি গিটারিস্ট-গায়ক আইয়ুব বাচ্চুর রুপালি গিটার। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে এখন এটি দেখা যাচ্ছে। আজ (১৮ সেপ্টেম্বর) এর উদ্বোধন করা হবে। পাশাপাশি মোড়টির আইয়ুব বাচ্চু চত্বর নামফলকও উদ্বোধন করা হবে।
স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।
গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ব্যান্ডের এ জাদুকর। আজও কাটেনি তাকে হারানোর শোক। চট্টগ্রামের কৃতী সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে দারুণ এ আয়োজন হাতে নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন।
জানা যায়, বুধবার সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকীর এক মাস আগেই ভাস্কর্যটি উদ্বোধন করবেন নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উল্লেখ্য, গত বছর ১৮ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। ২০ অক্টোবর তাকে সমাহিত করা হয় চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে।
দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র