X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
এ সপ্তাহের ছবি

৪২ প্রেক্ষাগৃহে ‌শুভ-মিমের ‘সাপলুডু’

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪০

৪২ প্রেক্ষাগৃহে ‌শুভ-মিমের ‘সাপলুডু’ আজ (২৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’। আরিফিন শুভ ও মিম জুটি থাকলেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে ছোট পর্দার সফল নির্মাতা গোলাম সোহরাব দোদুলের জন্য।
আর পরিচালক জানালেন, ছবিটি দেশজুড়ে ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রথম সপ্তাহের জন্য।
দোদুল বলেন, ‘‘এই সংখ্যায় আমরা খুশি। ঢাকা ও ঢাকার বাইরে সবচেয়ে ভালো হলগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে, এটা খুবই স্বস্তির খবর। আমরা হয়তো আরও বেশি হলে ছবিটি দিতে পারতাম, কিন্তু এই সপ্তাহটা আমরা পর্যবেক্ষণে থাকতে চাই। ধীরে ধীরে এগুতে চাই।’’
গত ২৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শুটিং হয়েছিল ছবিটির। মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়।
এদিকে শুভ বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এর প্রধান কারণ ছবিটির গল্প। নির্মাণটাও অসাধারণ। ছবিটি দেখে দর্শকরা নিজেদের রিলেট করতে পারবেন।’
থ্রিলার ঘরানার এ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।
ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
প্রসঙ্গত, শুভ-মিম জুটি হয়ে প্রথম ছবি করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’তে। ‘সাপলুডু’ এই জুটির দ্বিতীয় ছবি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা