X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নির্মাণের তিন বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির ছবি

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৭:৪১আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২৩:০৬

বাপ্পি ও এমি আগামী ১৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ছবি ‘ডনগিরি’। ২০১৬ সালে শেষ হয়েছিলো এর কাজ। নানা কারণে এটি মুক্তি পায়নি।
অবশেষে তিন বছর পর ছবিটি মুক্তির আলো দেখছে। এতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা এমিয়া এমি। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আনিসুর রহমান মিলন। ছবিটি পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল।
মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পি ও শাহ আলম মণ্ডল। বাপ্পি বলেন, ‌‘চলচ্চিত্রটির গল্পটি একেবারে আলাদা। একটু ভিন্ন ধরনের ছবি এটি। অনেক দিন হলো এর কাজ শেষ করেছিলাম। শুনলাম, অবশেষে এটি আসছে।’

এদিকে ছবির পরিচালক শাহ আলম মণ্ডল জানান, আগামী ১৮ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। এরইমধ্যে মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে। কিছু দিনের মধ্যে ছবির প্রচারণা শুরু হবে।

‘ডনগিরি’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়