X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চু স্মরণে শফিক তুহিন

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ০৯:২৫আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৬:১৪

শফিক তুহিন ও আইয়ুব বাচ্চু আসছে ১৮ অক্টোবর গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। মূলত এই দিনটিকে সামনে রেখে একটি বিশেষ গান তৈরি করেছেন তারই অন্যতম শিষ্য শফিক তুহিন।
‘গিটার জাদুকর’ নামের এই গানটির অডিও-ভিডিও শিগগিরই প্রকাশ পাবে গান বাংলাটিভি’র সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো-এর ব্যানারে।
গানটির কথাগুলো এমন—গিটার মানে তুমি/ আর তুমি মানেই গিটার/ তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার/ মূল্য আছে কি তার/ তুমি প্রতিটি মনের গল্প বলেছো/ কত যে গানে গানে/ মহাকাল ধরে এগোবে সময়/ তোমারি সুরের টানে...।
শফিক তুহিন বলেন, ‘‘বস (আইয়ুব বাচ্চু) মাথার ওপর হাত না রাখলে হয় তো সংগীতের এই পর্যন্ত আসা হতো না আমার। আমি গান দিয়ে যতটুকু অর্জন করেছি তার সিংহভাগই বসের অবদান। তার অনুপস্থিতিতে আমার মনটা জ্বলে। তার সুর, সাহস আর উদ্যোগে আমার কথায় প্রথম পুরো একটি অ্যালবাম প্রকাশ হয় ক্যারিয়ারের শুরুর দিকে। ‘মন জ্বলে’ নামের সেই অ্যালবামটি প্রকাশের পর আমাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। মূলত এসব স্মৃতি আর ঋণের জালের আটকা পড়েই এই গানটি তৈরি করা।’’
‘গিটার জাদুকর’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন নিজেই।
তিনি জানান, গানটির অডিও রেকর্ডিং শেষ। এখন ভিডিও তৈরির প্রস্তুতি চলছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!