X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ‘মীনা’ কার্টুনের স্রষ্টা রাম মোহন

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৩:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৩:১৪

রামমোহন ও মীনা কার্টুন উপমহাদেশের জনপ্রিয় কার্টুন চরিত্র ‘মীনা’র স্রষ্টা রাম মোহন মারা গেছেন। গতকাল (১১ অক্টোবর) সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর সেদিন দুপুর ১টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি অ্যানিমেটর ও তার ছাত্র মোহাম্মদ শিহাব উদ্দীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভারতভিত্তিক অ্যানিমেশনবিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস জানায়, রাম মোহনকে বলা হয় ‘ফাদার অব ইন্ডিয়ান অ্যানিমেশন’। তার হাত ধরেই ভারতে এই শিল্পের প্রসার ঘটে।

তার সৃষ্ট ‘মীনা’ কার্টুন এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। ১৯৫৬ সালে ভারতীয় চলচ্চিত্রে কাজ করা শুরু করেন এ কার্টুনিস্ট। তবে ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান। কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন, যা বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছিল। ১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্যে প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। সে সময় সবার কাছে গ্রহণযোগ্য ‘মীনা’ কার্টুনের একটি মুখাবয়ব সৃষ্টির জন্য তারা দ্বারস্থ হয় রাম মোহনের। পরে তার রং-তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’