X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ: শিরোনামহীনের গান গাইতে পারবেন তুহীন

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৬:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১০:৪৭

তানযীর তুহীন ব্যান্ড শিরোনামহীন-এর গান গাইতে পারবেন দলটির সাবেক গায়ক তানযীর তুহীন ও তার ব্যান্ড আভাস!
আগামী ছয় মাস পর্যন্ত তারা এটি করতে পারবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এরপর নতুন করে রিভিউয়ের মাধ্যমে গানের স্বত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উচ্চ আদালতের একটি বেঞ্চ।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ আজ (২০ অক্টোবর) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুহীনের আইনজীবী মিজানুর রহমান।
তিনি বলেন, ‘এই আদেশের কারণে আগামী ছয় মাস আভাস ব্যান্ড ও তুহীন শিরোনামহীনের ৪৯টি গান স্টেজে গাইতে পারবে এবং কপিরাইট এক্সারসাইজ করতে পারবেন। এতে আর কোনও আইনি ঝামেলা নেই। ছয় মাস পর আবার এই আদেশ রিভিউ হবে।’
এর আগে শিরোনামহীনের পক্ষে ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে মামলা করেছিলেন নিম্ন আদালতে। তখন জানানো হয়, শিরোনামহীনের গান গাইতে পারবেন না তুহীন কিংবা তার ব্যান্ড আভাস।
আইনজীবী মিজানুর রহমান বলেন, ‘শিরোনামহীনের প্রথমদিকের অনেক সদস্যই এখন দলে নেই। এ গানগুলো গাওয়ার (তুহীন) বিষয়ে তাদের আপত্তি নেই। তাই এগুলো শুধু জিয়াউর রহমানের দাবি করাটাও যৌক্তিক নয়। এছাড়াও এরমধ্যে কিছু গানের স্বত্ব নিয়ে জি-সিরিজের সঙ্গে আইনি জটিলতাও আছে।’
চলতি বছরের আগস্ট মাসের ২৯ তারিখে শিরোনামহীন নিম্ন আদালতে এ মামলা করেন। এর প্রেক্ষিতে আভাস ব্যান্ডের পক্ষে আইনজীবী মিজানুর রহমান হাইকোর্টে পিটিশন দায়ের করেন।
এদিকে জিয়াউর রহমান জানান, বিষয়টি নিয়ে আরেকটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে। যার শুনানি আছে ২২ অক্টোবর। এছাড়া এই আদেশ নিয়ে তারা কাজ করবেন।
তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে এর আগেই একটি আদেশ আছে, সেখানে বলা হয়েছে শিরোনামহীন ব্যান্ডের কোনও গান তুহীন গাইতে পারবে না।’

/এম/বিআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!