X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

একটি স্কুলে এক বছরের খাবার পাঠালেন লোপেজ!

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১৫:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৬:১৮

জেনিফার লোপেজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পপ গায়িকা জেনিফার লোপেজ দরদি মানুষ। সুযোগ পেলেই মানুষের কল্যাণে এগিয়ে আসেন তিনি। এবার আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বছরের খাবার অনুদান দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা।
এ উদ্যোগে তাকে সহায়তা করেছেন প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলটির শিক্ষক ব্রুক গয়েন্সের স্ট্যাটাস পড়ে আবেগাপ্লুত হন লোপেজ। গত ২ অক্টোবর এক শিক্ষার্থী সম্পর্কে লিখেছিলেন সেই স্যার। আমেরিকার জনপ্রিয় খাবার স্প্যাগেটি হুপস সম্পর্কে কথোপকথনের সময় শিশুটি জানায়, সে প্রতিদিনই না খেয়ে স্কুলে আসে। তাই শিক্ষকেরা টাকা তুলে কিংবা ঘর থেকে এনে পরবর্তী কয়েক সপ্তাহ তাকে খাবার দিয়েছে। তার এই স্ট্যাটাস ৪৫ হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশ্বসংগীতের নক্ষত্র লোপেজ তাদেরই একজন। তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি পড়ে শুধু আমার চোখেই জল আসেনি, অ্যালেক্সও কেঁদেছে। আমাদের মনে হয়েছে, স্কুলের শিশু-কিশোরদের সহযোগিতা করা দরকার।’
গত ২৪ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন গ্র্যামি মনোনীত লোপেজ। এতে তাকে ও অ্যালেক্সকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কল করতে দেখা যায়।
আমেরিকান এই গায়িকা-অভিনেত্রীর কথায়, ‘প্রত্যেকেরই সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার রয়েছে। তাই স্কুলটির জন্য অনুদান দিয়েছি। এ মাসে আমার প্রিয় মুহূর্ত এটি। নিজের সাধ্যের মধ্যে এই অনুদান দেওয়া জীবনের সেরা কাজগুলোর একটি।’
এদিকে লোপেজ অভিনীত ‘হাসলার্স’ বক্স অফিস মাতানোর পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে। তার হাতে এখন আছে রোমান্টিক কমেডি ছবি ‘ম্যারি মি’। জেনিফার লোপেজ ও অ্যালেক্স রড্রিগেজ
সূত্র: বিবিসি

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...