X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

একসঙ্গে জীবন-প্রীতম, সত্যি নাকি ভুল!

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৫:৪১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:২০

প্রীতম ও জীবন প্রথমবারের মতো গীতিকার রবিউল ইসলাম জীবন ও সংগীতশিল্পী প্রীতম হাসান এক হলেন। তৈরি করলেন গান, ‘সত্যি নাকি ভুল’।
গানটি স্থান পাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত সমুদ্রকেন্দ্রিক আলোচিত চলচ্চিত্র ‘ন ডরাই’-এ। এটি স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র।
ছবিটি মুক্তির আগেই (৯ নভেম্বর সন্ধ্যায়) জীবনের কথায় প্রীতমের সুর-সংগীত-কণ্ঠে তৈরি গানটি উন্মুক্ত হলো শো মোশন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। যেখানে গানের সঙ্গে পাওয়া গেছে এর অন্যতম দুই চরিত্র শরিফুল রাজ ও জোসেফাইন লিন্ডেগার্ডকে।
গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এবারই প্রথম আমার কথায় প্রীতম হাসানের কোনও গান প্রকাশ হলো। অংশু ভাইয়ের কাছ থেকে গল্প শোনার পর প্রীতম গানটির ট্র্যাক বানায়। তার ওপর কথাগুলো লিখি। গানটিতে চলচ্চিত্রের গল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে। যার ফলে এতে ভিন্নরকম একটি আবহ তৈরি হয়েছে। আমরা আশা করছি সবার ভালো লাগবে।’

সার্ফিং নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, সাঈদ বাবু প্রমুখ। প্রযোজনায় স্টার সিনেপ্লেক্স কর্ণধার মাহবুব রহমান।
আগামী ২৯ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র