X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অন্যরকম প্রসূন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৩:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৪৭

প্রসূন আজাদ রাশিদ পলাশের চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত এ ছবিটির প্রথম গান মুক্তি পেয়েছে গতকাল ১১ নভেম্বর। আর এতে একেবারে অন্যরকম চেহারায় হাজির হয়েছেন লাক্সসুন্দরী ও অভিনেত্রী প্রসূন আজাদ।
তানিয়া নুরের লেখা ‘পাখি’ শিরোনামের এই গানটি কণ্ঠ দিয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী ও বাংলাদেশের নির্ঝর চৌধুরী।
রাতে এটি লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, চলচ্চিত্রটিতে প্রসূন অভিনয় করেছেন মাদক চোরাকারবারির চরিত্রে। আর হাজির হয়েছেন স্থূলকায় দর্শনে। নির্মাতা রাশিদ পলাশ বললেন, ‘এ চরিত্রের জন্য এমন চেহারাটাই দরকার ছিল। প্রসূনের সঙ্গে মিলে যাওয়ায় তাকেই অভিনয়ের প্রস্তাব দিয়েছিলাম।’
প্রসূন জানান, একসময় বেশ মুটিয়ে গিয়েছিলেন। তখনই এমন চরিত্রের প্রস্তাব আসে। তাই নিজেও অভিনয় করতে সম্মত হন।
এদিকে প্রথম গান প্রকাশ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘প্রথম গান রিলিজের পর ইতিবাচক সাড়া পেয়েছি। পর্যায়ক্রমে আমরা আমাদের সিনেমার অন্য গানগুলোও রিলিজ দেবো।’

তিনি আরও জানান, ছবিটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনা টেবিলে রয়েছে। শিগগিরই এটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে নির্মাতার। সাদিয়া মাহি

‘পদ্মাপুরাণ-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি। আরও আছেন চম্পা, শম্পা রেজা, প্রসূন আজাদ, ইলোরা গহর, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, মারিয়া প্রমুখ।

গানের ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র