X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জয়া আহসানের নতুন ছবি ‘নকশি কাঁথার জমিন’

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৫:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৭

জয়া আহসান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান।
ছবিটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এবার একই নির্মাতার পরবর্তী ছবি ‘নকশি কাঁথার জমিন’-এ দেখা যাবে তাকে।
শুরুতে ছবিটির নাম ছিল ‘বিধবাদের কথা’। সম্প্রতি সেটি বদলে হয় ‘নকশি কাঁথার জমিন’।
আকরাম খান বলেন, ‘নতুন ছবির বিষয়ে জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে। এখনও চুক্তি না হলেও সব গুছিয়ে নিয়েছি আমরা। আগামী এপ্রিলে ছবির কাজ শুরু করব।’
নির্মাতা জানান, সৈয়দপুর আর মেহেরপুরে এর শুটিং হবে।
‘নকশি কাঁথার জমিন’ নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে।
এই উপন্যাসের গল্পে উঠে এসেছে দুই বিধবা বোনের জীবনের গল্প। যাদের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। সেই অধ্যায়গুলোই উঠে আসবে ক্যামেরার ফ্রেমে।
এদিকে, জয়া আহসান বর্তমানে ব্যস্ত কলকাতাতে। তবে বাংলাদেশেও বেশ কিছু ছবিতে কাজ করছেন। এরমধ্যে আছে ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’।
কলকাতায় মুক্তিপ্রতিক্ষীত ছবিগুলো হলো- ‘রবিবার’, ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র