X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

একই ছবিতে গাইবেন আশা ভোঁসলে-রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:০৮

মহরত অনুষ্ঠানে নায়ক ও নির্মাতার সঙ্গে অতিথিরা প্রথমবারের মতো উপমহাদেশের অন্যতম দুই গায়িকা আশা ভোঁসলে ও রুনা লায়লা একই ছবিতে প্লেব্যাক করছেন। ‘ভালোবাসা সত্যি নয়’ নামে নির্মিতব্য একটি সিনেমার গানে পাওয়া যাবে তাদের কণ্ঠ।
আজ (১ ডিসেম্বর) ছবিটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এতে নায়ক হিসেবে থাকছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 
বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের উন্মুক্ত মাঠে আয়োজিত মহরতে জানানো হয়, মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর থেকে এফডিসিতে শুরু হবে ছবির শুটিং। এটি পরিচালনা করবেন এফ আই মানিক।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ অনেকে।
জায়েদ খান বলেন, ‘ছবিটি এইডস সচেতনতা নিয়ে তৈরি হবে। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সেজন্য ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো এই দিনে। এখনও নায়িকা চূড়ান্ত হয়নি। দ্রুতই সেটি হবে।’
‘ভালোবাসা সত্যি নয়’ রোমান্টিক প্রেমের ছবি। এর মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন এফ আই মানিক।
‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’ নির্মাণ করে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পাওয়া এই নির্মাতা জানালেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই ছবিটি তৈরি করতে যাচ্ছেন তিনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু