X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এভাবেই শেষ হলো তাদের দিন

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ০০:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:২৬

সাইমন ও মাহি ‘আমি তো গ্রামের ছেলে। এখানের কাদাজল আমার খুব পরিচিত। তাই সমস্যা হয়নি। আর এর আগেও আমি কিন্তু ধান গাছ লাগিয়েছি। সেই অভিজ্ঞতাই কাজে লাগল ছবির শুটিংয়ে।’
কথাগুলো বলছিলেন চিত্রনায়ক সাইমন। আর কারণটা শিরোনামের ছবি। নতুন চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’র শেষ দৃশ্যে অংশ নিয়েছেন তিনি ও নায়িকা মাহিয়া মাহি। আর এ জন্য শীতের মধ্যে জামিতে ধান গাছ লাগিয়েছেন তারা।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির শুটিং সমাপ্ত হলো গানের দৃশ্যধারণের মাধ্যমে। গতকাল(৬ ডিসেম্বর) সারাদিন এর কাজ হয়েছে কিশোরগঞ্জে।

গানটির শিরোনাম ‘মনের দুয়ার খুলে’। ইমন সাহার সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন কিশোর ও কোনাল। গানটি লিখেছেন আবুল কাশেম নিপুণ।

এদিকে পরিচালক মানিক বলেন, ‘গতকাল বিকালে ধান লাগানোর দৃশ্য ছিল। মূলত এর মাধ্যমে পুরো ছবির শুটিং শেষ হলো। এখন ডাবিং ও সম্পাদনার কাজ শেষে এটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে।’

শুটিং শেষে পরিচালক মানিক ও কলাকুশলীরা

‘আনন্দ অশ্রু’ ছবির কাহিনি তৈরি করছেন সুদীপ্ত সাইদ খান। বেশ কয়েকজন মিলে এর চিত্রনাট্য লিখেছেন। এতে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর ও আলী রাজ।
প্রয়াত নায়ক সালমান শাহের তুমুল জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’। এটির নাম ব্যবহার করে মোস্তাফিজুর রহমান মানিক নতুন ছবি তৈরি করছেন। এতে থাকছে একেবারে নতুন গল্প।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...