X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রে গাইলেন ঐশী

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৭:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:২৮

রেকর্ডিংয়ে ঐশী ও সুরকার মুরাদ নূর জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’। নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরীর কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করছেন মাসুদ পথিক।
বিশেষ এই চলচ্চিত্রে দুটি গান থাকছে। দুটোই লিখেছেন পরিচালক। সুর করেছেন মুরাদ নূর। এর একটি রেকর্ড হয়েছে সম্প্রতি। যাতে কণ্ঠ দিয়েছেন ঐশী। মুশফিক লিটুর সংগীতায়োজনে তৈরি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানের শিরোনাম ‘তুমি আমার পরম মিতা’।
ঐশী বলেন, ‘আমি সম্মানিত, গর্বিত, এমন বিশেষ কাজে যুক্ত হতে পেরে। চমৎকার কথা-সুরের সমন্বয়ে অসাধারণ হয়েছে গানটি।’
‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির পর আবারও কবিতা অবলম্বনে মাসুদ পথিক নির্মাণ করছেন এই চলচ্চিত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মূলত একজন কবি। কবিতাই আমার অভীষ্ট লক্ষ্য। আমি সিনেমাকে কবিতাই মনে করি। ভালো সিনেমা মানেই কাব্যিক ইমেজারি, ইমেজিক মনতাজ কিংবা পোয়েটিক র’রিয়েলিজম। আমার অন্তত এমনই ধারণা।’
এদিকে সুরকার মুরাদ নূর জানান, শিগগিরই ছবির বাকি গানের রেকর্ড হবে। সেটিতে থাকছে পুরুষ কণ্ঠ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মার্চ মাসের শুরুতে প্রেক্ষাগৃহ-সহ বিভিন্ন মাধ্যমে মুক্তি পাবে ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’। জানালেন মাসুদ পথিক।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা