X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আবার সিনেমায় কণা ও বেলাল খান

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৫:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:২০

রেকর্ডিংয়ে বেলাল খান ও কণা দিলশাদ নাহার কণা আর বেলাল খান। দুজনেই সমান্তরাল গতিতে গেয়ে চলেছেন চলচ্চিত্র আর স্বাধীন মাধ্যমে। গেল এক দশকে গান বাজারে দুজনার সফলতাও উল্লেখযোগ্য। এরমধ্যে চলচ্চিত্র সফলতাই বেশি।
অথচ গেল তিন বছরে তারা মুখোমুখি হননি একবারও! সর্বশেষ দুজনে এক হয়ে গাইলেন ২০১৭ সালে, ‘বাহাদুরি’ নামের একটি সিনেমার জন্য। মাঝে তিন বছর পেরিয়ে, সম্প্রতি আবারও গাইলেন একসঙ্গে।
‘সোনারচর’ সিনেমার শিরোনাম গান এটি। শাহাবুদ্দিন মজুমদারের কথায় আবিদ রনির সুর-সংগীতে গানটির রেকর্ডিং হলো দুদিন আগে। কণা জানালেন, ‘অনেক দিন পর অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটা গান গাইলাম। ধন্যবাদ আবিদ রনি ভাই।’
এদিকে বেলাল খান বলেন, ‌‌‘সিনেমার সংখ্যা কম। গানের সংখ্যা আরও কম এখন। ফলে ভালো গান তৈরির চেষ্টাও কমে গেছে চারপাশে। সেই বিবেচনায় অনেক দিন পর একটা ভালো গানের খোঁজ পেলাম। গানটি অসাধারণ হয়েছে সব মিলিয়ে।’
কিন্তু কণার সঙ্গে দেখা হতে মাঝে তিন বছর ব্যয় হলো কেন? জবাবে বেলাল বলেন, ‘আমাদের দেখা তো নিয়মিত হয়। অনুষ্ঠানে, আড্ডায়, স্টেজে। কিন্তু কেন জানি রেকর্ডিংয়ে খুব কমই দেখা হয়! ওই যে বললাম, গানের সংখ্যাই তো দিন দিন কমে যাচ্ছে। তবে লম্বা বিরতির পর এমন কিছু ভালো গান করার আনন্দ অনেক।’

জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় ‘সোনারচর’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। পরিচালক জানান, গান রেকর্ডিংয়ের পাশাপাশি চলছে অভিনয়শিল্পী নির্বাচন ও শুটিং প্রস্তুতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র