X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইশরাত নিশাতকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ০০:১০আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:০৫

ইশরাত নিশাত সদ্য প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে থিয়েটার ডিরেক্টরস ইউনিটি।
বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির আহ্বায়ক ও অভিনেতা অনন্ত হিরা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইশরাত নিশাত শুধু দল নয়, পুরো থিয়েটারের জন্যই কাজ করে গেছেন। নাটকের প্রয়োজনে ভালো কিছু করতে কখনও পিছপা হননি। তাই তাকে স্মরণ করতে আমাদের এই উদ্যোগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আমাদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। আর আজকে (বুধবার) আমরা ইশরাত নিশাতের ছবি ও ভিডিও ফুটেজ সবার কাছে আহ্বান করেছি।’
তিনি জানান, ইশরাত নিশাতের ছবি, ভিডিও ফুটেজ, তথ্য ও নাট্যজনদের মন্তব্য নিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করা হবে।
আর আগামী মার্চের প্রথম সপ্তাহে থিয়েটার ডিরেক্টরস ইউনিটির সম্মেলনে এটি প্রদর্শন করা হবে।
দেশ নাটকের প্রধান নাট্যজন ইশরাত নিশাত গত ১৯ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। সহকর্মী হারানোর বেদনায় এখনও শোকাহত থিয়েটার কর্মীরা।
২৭ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনের অংশকে ‘নিশাত চত্বর’ ঘোষণা করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যরা।
তারা জানান, সরকারি স্বীকৃতি না এলেও এই নামে চত্বরকে ধারণ করতে চান তারা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি