X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গান নিয়ে ফারিয়ার ভারত সফর!

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১১:৩৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৫০

ভারতের মঞ্চে ফারিয়ার কণ্ঠে ‘পটাকা’ কখনও ভারতের আজমির শরিফ, কখনও উত্তর প্রদেশ আবার কখনও কলকাতা। শোনা যাচ্ছে, মুম্বাইতেও কিছু একটা করছেন নুসরাত ফারিয়া।
কী সেটা? না..., মাথা ঝাঁকিয়ে বললেন, ‘এখনই নয়। আর একটু সময় দিন।’
তার আগে সম্প্রতি ফারিয়ার ভারত সফরের কথা শোনা যাক।
২৭ জানুয়ারি উত্তর প্রদেশের মাঝহিয়া অঞ্চলের একটি মঞ্চ। সবাই অপেক্ষা করছেন, সেই মঞ্চে উঠবেন বাংলাদেশের মেয়ে ফারিয়া। অপেক্ষাটা বেশ কাজেই এলো বটে। কারণ, আসার পর নাচের পাশাপাশি বোনাস হিসেবে শুনিয়ে দিলেন নিজের গাওয়া গান ‘পটাকা’। এরপর?
দর্শকদের তুমুল উচ্ছ্বাস আর হাততালি। আছে এমন আরও কয়েকটি মঞ্চে যাওয়ার প্রস্তাব।
এরপর আবার ছুটেছেন কলকাতা, মুম্বাই, আজমির শরিফ।
কারণটা কিন্তু চলচ্চিত্র নয়, বরং গানই। আবারও গান! হ্যাঁ, আসছে নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। আর ইতোমধ্যে হয়েছে গানের রেকর্ডিং। এখন চলছে এর ভিডিও ধারণ।
ধারণা করা যাচ্ছে ফারিয়ার নতুন মিউজিক ভিডিওর দৃশ্য এটি নুসরাত ফারিয়া বললেন, ‘আবারও আসছে ধামাকা। গাইছি আমি। তবে এটার জন্য আরও একটু সময় দরকার। আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের কড়া বারণ আছে, এখন যেন এ বিষয়ে মুখ না খুলি। তবে এটা ঠিক, শিগগিরই আমার ভক্তদের  জন্য দ্বিতীয় গানটি প্রকাশ করতে যাচ্ছি।’
এদিকে ভারতে থাকলেও বাংলাদেশের কাজটা ঠিকই চলছে। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি...কিন্তু...তবুও’-এর জন্য। যেখানে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন ফারিয়া।
জানালেন ভারত থেকে ফিরেই  শুরু করবেন কাজ। পাশাপাশি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর কাজ তো রয়েছেই।
পটাকা:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু