X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের কাছে গ্রুমিং করতে চান পরী

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৭

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবালের দুই পাশে পরী ও সিয়াম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শিল্পী পরিচিত চলছে। মঞ্চে ছোটদের নানা কথা বলে গ্রুমিং করাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। ছবির নায়িকা যতক্ষণে হলরুমে ঢুকছেন ততক্ষণে এই সাহিত্যিকের বক্তব্য শেষ।

তাই মঞ্চে উঠেই পরী বায়না করলেন যেন তাকেও গ্রুমিং করান জাফর ইকবাল।
বলেন, ‘আমার সৌভাগ্য স্যারের ছবিতে আমি নায়িকা। কিন্তু আমার দুর্ভাগ্য সবাইকে গ্রুমিং করানো হলেও আমি সেটা মিস করেছি। তাই অনুরোধ, আমাকে অল্প করে হলেও যেন সময় দেওয়া হয়। আমি গ্রুমিংটা করতে চাই।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এমন আবদার করেন এই নায়িকা।
আগামী ১৩ মার্চ থেকে টানা ২৫ দিনের অ্যাডভেঞ্চারে বের হচ্ছেন সিয়াম ও পরীমনি। লঞ্চে করে সুন্দরবন এলাকায় ঘুরবেন আর শুটিং করবেন।
মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যার অন্যতম দুই চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পরী।
জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।
নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, ১৩ মার্চ সদরঘাট থেকে শুরু হবে শুটিং। সেখান থেকে ওঠা হবে লঞ্চে। শুটিং করতে করতে ২৫ দিনের মাথায় পৌঁছে যাবেন সুন্দরবনে! এতে  সিয়াম-পরী ছাড়াও থাকছেন একঝাঁক শিশুশিল্পী।
সরকারি অনুদানের এই বিশেষ সিনেমাটির সহ-প্রযোজনা করছে বঙ্গ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র