X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শাহরুখ ভক্তরা খুশি হয়ে নাম দিলেন ‘ডিডিএলজে ট্রাম্প’

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২

ট্রাম্প ও ডিডিএলজে ছবির পোস্টার প্রথমবারের মতো ভারত সফরে রাজনীতি থেকে ক্রিকেট কিংবা বলিউড পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনকি তার মুখে এসেছে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছবির ফিরিস্তিও।

সফরের প্রথমদিনই এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তার বক্তব্যে উল্লেখ করেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘শোলে’ ছবির নাম। আর এসময় শাহরুখ ভক্তরা ‘ডিডিএলজে ট্রাম্প’ নামে স্লোগান দিতে থাকেন। করতালিতে মুখরিত হয়ে ওঠে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম।

তিনি বলেন, ‘‘ভারতই সেই দেশ যারা বছরে ২০০০ চলচ্চিত্র নির্মাণ করে। বলিউডে অনেক প্রতিভাবান ও সৃষ্টিশীল শিল্পী আছেন। সারাবিশ্বের অনেক মানুষই এখানকার চলচ্চিত্রের ভাঙ্গরা, গান, নৃত্য ও অভিনয় পছন্দ করে এবং তাদের ‘ডিডিএলজে ও শোলে’-এর মতো ক্লাসিক চলচ্চিত্র আছে।’’

ট্রাম্প সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আহমেদাবাদে পৌঁছান।

দুপুর ১টা নাগাদ যান মোতেরা স্টেডিয়ামে। বিশ্বের অন্যতম বৃহৎ এই স্টেডিয়াম উদ্বোধনের পাশাপাশি বক্তব্য রাখেন তিনি। সেখানেই ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেন এই মার্কিন নেতা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র