X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মিথিলা এবার সামনে এলেন পাকিস্তান ইস্যুতে!

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ১৯:০৪আপডেট : ০৫ মার্চ ২০২০, ২০:৪৪

সংবাদ সম্মেলনে মিথিলা ভারত-বাংলাদেশের প্রেম-বিয়ের খবর পেরিয়ে মিথিলা এবার হাজির হলেন পাকিস্তান ইস্যুতে! তবে বাস্তবের কিছু নয়, চিত্রনাট্যের প্রয়োজনে।
মিথিলা জানান, বিয়ের পর এবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরছেন। যার মধ্যে অন্যতম কাজ হলো মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ ‘একাত্তর’। এতে তিনি অভিনয় করেছেন পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে।
ওয়েব সিরিজটির নির্মাণ ও মুক্তিকে ঘিরে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি সে‌মিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ও‌য়েব সি‌রিজ‌টির কলাকুশলী‌দের প‌রিচয় করিয়ে দেওয়া ছাড়াও ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, এই ও‌য়েব সি‌রি‌জে পা‌কি‌স্তা‌নি সাংবা‌দি‌কের চ‌রি‌ত্রে অভিনয় ক‌রে‌ছেন মি‌থিলা। চরিত্রটির নাম রু‌হি। পাশাপা‌শি  মেজর ওয়া‌সি‌মের স্ত্রীর চ‌রি‌ত্রেও দেখা যা‌বে তা‌কে।
সংবাদ সম্মেলনে হাজির থেকে মি‌থিলা ব‌লেন, ‘এই ক‌াজ‌টির জন্য আমা‌কে অনেক প‌রিশ্রম কর‌তে হ‌য়ে‌ছে। উর্দু ভাষা শিখ‌তে হ‌য়ে‌ছে। অনেক রিহার্সেল ক‌রে‌ছি অভিনয়ের আগে। আশাক‌রি সবার ভা‌লো লাগ‌বে সিরিজটি।’
এতে পা‌কিস্তা‌নি আর্মি মেজ‌র ওয়া‌সিম চ‌রি‌ত্রে অভিনয় করে‌ছেন ই‌রেশ জা‌কের, পা‌কিস্তা‌নি আর্মি ক্যা‌প্টেন সিরাজ চ‌রি‌ত্রে মোস্তা‌ফিজুর নূর ইমরান, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের ছাত্রী জ‌য়িতার চ‌রি‌ত্রে নুসরাত ইম‌রোজ তিশা এবং পু‌র‌ান ঢাকার ছে‌লে সে‌লিম চ‌রি‌ত্রে আছেন মোস্তফা ম‌নোয়ার।
সম্মেলনে ‘একাত্তর’ সংশ্লিষ্টরা সংব‌াদ স‌ম্মেল‌নে আরও উপস্থিত ছিলেন ওয়েব সিরিজটির পরিচালক তানিম নূর, অভিনয়শিল্পী মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ।
ও‌য়েব সি‌রিজ‌টি‌তে আরও অভিনয় ক‌রে‌ছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন প্রমুখ।
নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’।
প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলো ভারতীয় কোনও প্রতিষ্ঠান।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র